Class-Ten(X) || Mock Test || Life Science

Class-Ten(X) || Mock Test || Life Science || WBBSE

Test Code- Cls-X/Continuity of Life/MT1

Chapter- Continuity of Life

Marks-90                         Time-3Hrs.


Class-Ten(X) || Mock Test || Life Science || WBBSE

1. এক কথায় উত্তর লেখ (যেকোনো ২০ টি)    20×1
)  DNA গঠন সঠিক ভাবে বর্ণনা করেছিলেন কোন বিজ্ঞানীদ্বয়? ) মানুষের দেহকোশে অবস্থিত ক্রোমোজোম সংখ্যা, জনন কোশে অবস্থিত ক্রোমোজোম সংখ্যার কতোগুণ? ) সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের শেষ প্রান্তে অবস্থান করলে তাকে কী প্রকার ক্রোমোজোম বলে? ) বেম তন্তু গঠিত হয় কোশ বিভাজনের কোন দশায়? ) কোশ বিভাজনের কোন দশায় ক্রমোজোম গুলি বিষুব অঞ্চলে অবস্থান করে? ) কোশ বিভাজনের কোন দশায় ক্রোমোজোম গুলি, কোশের দুই মেরুর দিকে ধাবমান হয়? ) মানব দেহে অটোজোমের সংখ্যা কত জোড়া? ) কোশ চক্র কাকে বলে? ) জনিত্র কোশ থেকে অপত্য কোশ সৃষ্টির ঘটনাকে কী বলে? ১০) মানব দেহের চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারণকারি ক্রোমোজোম কে কী বলে? ১১) ক্রোমোজোমে অবস্থিত কাইনেটোকোর এর কাজ কী? ১২) ক্রোমোজোমে কী কী প্রকার নিউক্লিক অ্যাসিড থাকে? ১৩) ক্রোমোজোমে অবস্থিত হিস্টোন প্রোটিনের রাসায়নিক প্রকৃতি কী রুপ হয়? ১৪) কোশে প্রোটিন সংশ্লেষে সাহায্য করে কোন প্রকার নিউক্লিক অ্যাসিড? ১৫) “A=U” এই প্রকার নাইট্রোজেনবেস বন্ধন কোথায় দেখা যায়? ১৬)  কোন প্রকার ক্রোমাটিন সক্রিয়  জীন বহন করে? ১৬) ক্রোমাটিনের কোন অঞ্চলে কোশ বিভাজন কালে ক্রসিং ওভার ঘটেনা? ১৭) কোশ বিভাজন কালে কোশকে শক্তি সরবরাহ করে কোন কোশীয় অঙ্গাণু? ১৮)  প্রাণী কোশ বিভাজন কালে, সেন্ট্রোজোম কী ভূমিকা পালন করে? ১৯) কোশ চক্রের প্রধান পর্যায় গুলি কী কী? ২০) মানুষের বয়ঃসন্ধি কাল ধরা হয় কতো থেকে কত বছর বয়স পর্যন্ত? ২১) ফুলের পরাগধানী এবং ডিম্বাণুর মধ্যে কোন প্রকার কোশ বিভাজন সম্পন্ন হয়?

Class-Ten(X) || Mock Test || Life Science || WBBSE


2. নীচের প্রশ্নগুলির উত্তর লেখ। (যেকোনো ১০ টি)        10×2
) পরাগযোগ নিষেকের ফলে কীভাবে অপত্য উদ্ভিদ সৃষ্টি হয় তা লেখচিত্রের সাহায্যে দেখাও? ) ইতর পরাগযোগ কাকে বলে? ইতর পরাগযোগের একটি অসুবিধা লেখো? ) বায়ু, জল, পতঙ্গ এবং পাখির মাধ্যমে পরাগমিলন সম্পন্ন হয় প্রতিটির এমন একটি করে উদাহরণ লেখো? ) অনুবিস্তরণ বা Micropropagation কাকে বলে? ) স্টক এবং সিয়ন কাকে বলে? ) জীবজগতে জননের প্রধান ২টি গুরুত্ব লেখো? ) সমসংস্থ ক্রোমোজোম কাকে বলে? নন-সিস্টার ক্রোমাটিড কাকে বলে? ) সাইটোকাইনেসিস কাকে বলে? সাইটোকাইনেসিস না হলে কী হয়? ) কোশ বিভাজনের কোন দশায় নিউক্লিয় পর্দার বিলুপ্তি ঘটে? কোশ বিভাজনের কোন দশায় বেম তন্তুর বিলুপ্তি ঘটে? ১০) মিয়োসিসের কোন পর্যায়কে হ্রাস বিভাজন বলে এবং কেনো? ১১) ক্রোমোজোম, নিউক্লিয় জালক, জিন এবং DNA এর মধ্যে আন্তঃ সম্পর্ক টি লেখো?  

Class-Ten(X) || Mock Test || Life Science || WBBSE

3. নীচের প্রশ্নগুলির উত্তর লেখ। 10×5
) স্যাট ক্রোমোজোম কাকে বলে? সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোজোমের শ্রেণীবিভাগ আলোচনা করো? +
) DNA এর রাসায়নিক গঠনে কী কী উপস্থিত? DNA RNA এর মধ্যে ৩টি পার্থক্য লেখো? +
) কোশ বিভাজন এবং কোশ চক্রের গুরুত্ব আলোচনা করো? +
) কোশ চক্রের “S” দশায় কী ঘটে? মাইটোসিসের তাৎপর্য বা গুরুত্ব লেখো? +
) চিত্র সহ ক্রসিংওভার পদ্ধতিটি লেখো?
) জীবজগতে জননের প্রয়োজনীয়তা বা গুরুত্ব আলোচনা করো? অযৌন এবং যৌন জননের মধ্যে গুরুত্বপূর্ণ ৩টি পার্থক্য লেখো? +
) অ্যামিবা, ইস্ট, স্পাইরোগাইরা এবং ছত্রাক কী উপায়ে তাদের জনন কাজ সম্পন্ন করে? অঙ্গজ জনন কাকে বলে? +
) জনুক্রম কাকে বলে? ফার্নের জনুক্রম টি রেখা চিত্রের মাধ্যমে দেখাও? +
) বৃদ্ধি কাকে বলে? বহুকোশী জীবেদের বৃদ্ধি কী কী দশায় সম্পন্ন হয়? +
১০) মানব বিকাশের বিভিন্ন দশাগুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো?

Class-Ten(X) || Mock Test || Life Science || WBBSE

Class-Ten(X) || Mock Test || Life Science || WBBSE

No comments

Powered by Blogger.