Class-Ten(X) || Mock Test || Life Science
Class-Ten(X) || Mock Test || Life Science || WBBSE
Test Code-cls-X/all/MT1
Chapter- (Full Chapter)
Marks- 90 Time- 3Hrs 15Min.
Class-Ten(X) || Mock Test || Life Science || WBBSE
নির্দেশিকা : নিয়নিত পরীক্ষার্থীর্দর জন্য “ক” “খ” “গ” এবং “ঘ” বিভাগের প্রশ্নের উত্তর করতে হবে। দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশিকা “ঘ” বিভাগের ৪.১ A প্রশ্নের পরিবর্তে ৪.১ B প্রশ্নের উত্তর করতে হবে।
Class-Ten(X) || Mock Test || Life Science || WBBSE
বিভাগ- “ক” (বহু বিকল্পীয় প্রশ্ন)
[সমস্ত প্রশ্নের উত্তর করা আবশ্যিক]
১. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। (প্রতিটি প্রশ্নের মান ১)
১.১ মানবদেহের ভারসাম্য নিয়ন্ত্রণকারী অংশটি হলো
ক) গুরু মস্তিষ্ক খ) লঘু মস্তিষ্ক গ) থ্যালামাস ঘ) সুশুম্নাশীরসক
১.২ উদ্ভিদ অঙ্গের চলন অভিকর্ষের গতিপথে হলে, তাকে বলা হয়
ক) হাইড্রোট্রপিক চলন খ) জিওট্রপিক চলন গ) ফোটো ন্যাস্টিক চলন ঘ) ফোটো ট্রপিক চলন
১.৩ অন্ধকারে দেখতে সাহায্য করে
ক) রড কোশ খ) কর্নিয়া গ) আইরিশ ঘ) লেন্স
১.৪ কোন কোশ বিভাজনকে সদৃশ বিভাজন বলা হয়
ক) প্রোফেজ খ) মাইটোসিস গ) মিয়োসিস ঘ) অ্যামাইটোসিস
১.৫ মানুষের সেক্স ক্রোমোজোম এর সংখ্যা হলো
ক) ২ জোড়া খ) ১ জোড়া গ) ২২ জোড়া ঘ) ২৩ জোড়া
১.৬) দুটি গ্যামেটের মিলনকে বলে
ক) সংশ্লেষ খ) নিষেক গ) অপুংজনি ঘ) বিপাক
১.৭ মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষার F2 জনুর অপত্যের ফেনোটাইপ অনুপাত কোনটি হবে
ক) 3:1 খ) 9:3:3:1 গ)1:2:1 ঘ)1:2:2:4:1:2:1:2:1
১.৮) মেন্ডেলের স্বাধীন সঞ্চারণের সূত্রটি কোন পরীক্ষা থেকে প্রাপ্ত
ক) এক সংকর জনন খ) দ্বি সংকর জনন গ) ত্রিসংকর জনন ঘ) সম্পূর্ণ প্রকটতা
১.৯) মানুষের বর্ণান্ধতা রোগটি কোন প্রকার ক্রোমোজোম দ্বারা বাহিত হয়
ক) X ক্রোমোজোম খ) Y ক্রোমোজোম গ) O ক্রোমোজোম ঘ) AB ক্রোমোজোম
১.১০ জীবনের উৎপত্তির রাসায়নিক তত্ত্বটি প্রকাশ করেন
ক) মিলার ও ফক্স খ) ওপারিন ও হ্যালডেন গ) ল্যামাক ও ডারউইন ঘ) ওয়াটসন ও ক্রিক
১.১১ পর্ণকাণ্ড বা ফাইলোক্লেড দেখা যায়
ক) ক্যাকটাস খ) বট গাছ গ) কলসপত্রী ঘ) গুলঞ্ছ
১.১২) ভেনাস হৃদপিণ্ড দেখা যায়
ক) পায়রা খ) মানুষ গ) মাছ ঘ) উট
১.১৩ জীবজ নাইট্রোজেন সংবন্ধনকারী একটি মিথোজীবী জীব হলো
ক) অ্যাজোটোব্যাকটার খ) রাইজোবিয়াম গ) সিউডোমোনাস ঘ) নাইট্রোব্যাকটার
১.১৪ মানুষের ত্বকে ক্যান্সার সৃষ্টিকারী একটি দূষক পদার্থ হলো
ক) বেঞ্জিন খ) আর্সেনিক গ) সিসা ঘ) আয়রন
১.১৫ এক্স সিটু সংরক্ষণ ব্যাবস্থা হলো
ক) বায়োস্ফিয়ার রিসার্ভ খ) অভয়ারণ্য গ) বোটানিক্যাল গার্ডেন ঘ) জাতীয় উদ্যান
Class-Ten(X) || Mock Test || Life Science || wbbse
Class-Ten(X) || Mock Test || Life Science || WBBSE
বিভাগ- “খ” ( অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন )
২. নীচের ২৬টি প্রশ্ন থেকে যেকোনো ২১টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো । ( প্রতিটি প্রশ্নের মান ১)
** নীচের বাক্যগুলির শূন্যস্থান গুলিতে উপযুক্ত শব্দ বসাও ( যে -কোনো পাঁচটি) ১×৫=৫
২.১ জীবেদের স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করাকে ___________ বলে।
২.২ ___________ হরমোন বীজ ও মুকুলের সুপ্তাবস্থা ভাঙতে সাহাজ করে।
২.৩ ইউরাসিল নামোক নাইট্রোজেন বেস থাকে ______ নিউক্লিক অ্যাসিডে।
২.৪ ক্রসিং ওভার সম্পন্ন হয় সমসংস্থ ক্রোমোজোমের ____________ ক্রমাটিড দুটির মধ্যে।
২.৫ প্রাকৃতিক নির্বাচনবাদের স্রস্টা হোলেন ____________ ।
২.৬ ক্যানসারের সূচনা হয় _______________ টিউমার থেকে।
Class-Ten(X) || Mock Test || Life Science || WBBSE
** নীচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো ( যেকোনো পাঁচটি) ১×৫=৫
২.৭ গুজরাটের গির জাতীয় পার্কে টাইগার প্রোজেক্ট গড়ে তোলা হয়েছে।
২.৮ জীবদেহের কোশ গঠনের জন্য নাইট্রোজেনের প্রয়াজন।
২.৯ পায়রার বায়ু থলি পায়রাকে আকাশে উড়তে সাহায্য করে।
২.১০ মহিলাদের ডিম্বাণু মাতৃকোশে মিয়োসিস বিভাজনে শুধু মাত্র এক ধরনের ডিম্বাণু (22A+X) তৈরি হয়।
২.১১ এক সংকর জনন পরীক্ষায় বিশুদ্ধ কালো(BB) এবং বিশুদ্ধ সাদা(bb) গিনিপিগের সংকরায়ন ঘটালে প্রথম অপত্য জনুতে (F1)সব গিনিপিগ সংকর কালো (Bb) হবে।
২.১২ মানুষের ৫-১০ বছর বয়স পর্যন্ত দশাকে বলা হয় বয়ঃসন্ধি কাল।
Class-Ten(X) || Mock Test || Life Science || WBBSE
** A স্তম্ভের দেওয়া শব্দের সাথে B স্তম্ভের দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতাবিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখ সহ সঠিক জোড়টি পুনরায় লেখো ( যে কোন পাঁচটি) ১×৫=৫
A স্তম্ভ
|
B স্তম্ভ
|
২.১৩ সূর্যমুখী ফুল
২.১৪ ক্রেটিনিজম
২.১৫ টেলোমিয়ার
২.১৬ স্পোরাঞ্জিওরেণু
২.১৭ অয়াগটেল নৃত্ত
২.১৮ প্রকৃতির বৃক্ক
|
ক. ক্রোমোজোমের দুই প্রান্তদেশ
খ. অযৌন জনন
গ. স্পাইরোগাইরা
ঘ. থাইরক্সিন হরমোনের কম ক্ষরণ
ঙ. ফোটোন্যাসটিক
চ. মৌমাছি
ছ. সবুজ বন
জ. জলাভূমি
|
Class-Ten(X) || Mock Test || Life Science || WBBSE
** একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও ( যেকোনো ছয়টি) ১×৬=৬
২.১৯ বীজ বিহীন ফল উৎপাদনে কোন হরমোন প্রয়োগ করা হয়?
২.২০ প্রাণীদের রাগ, ভয় প্রভৃতি উত্তেজনাকালে কোন হরমোন ক্ষরিত হয়?
২.২১ ক্রোমোজোমের কোন প্রকার ক্রোমাটিন অঞ্চলে ক্রসিংওভার ঘটে?
২.২২ স্নায়ুকোশ কোশ বিভাজনের কোন দশায় অবস্থান করে?
২.২৩ ইতর পরাগযোগ কাকে বলে?
২.২৪ বংশগতির একক কাকে বলে?
২.২৫ দ্বিচক্রী হৃদপিণ্ড কাকে বলে?
২.২৬ UNESCO এর সম্পূর্ণ নাম লেখো।
Class-Ten(X) || Mock Test || Life Science || wbbse
Class-Ten(X) || Mock Test || Life Science || WBBSE
বিভাগ- “গ” ( সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন)
৩. নীচের ১৭টি প্রশ্ন থেকে যে কোনো ১২টি প্রশ্নের উত্তর দুই-তিন বাক্যে লেখো। ( প্রতিটি প্রশ্নের মান ২) ২×১২
৩.১ ট্রপিক চলন এবং ন্যাসটিক চলন এর মধ্যে ২টি পার্থক্য লেখো
৩.২ সংশ্লেষিত হরমোন বা কৃত্রিম হরমোনের ২টি ব্যাবহারিক প্রয়োগ লেখো।
৩.৩ সংজ্ঞাবহ বা সেন্সরি নিউরোন এবং আজ্ঞাবহ বা মোটর নিউরোনের কাজ কী?
৩.৪ দ্বিনেত্র দৃষ্টি কাকে বলে? দ্বিনেুত্র দৃষ্টি সম্পন্ন একটি প্রাণীর নাম লেখো।
৩.৫ কোশ চক্রের মাইটোটিক ফেজ কতগুলি দশায় সম্পন্ন হয়? উক্ত দশাগুলির কোনটিতে বেমতন্তুর আবির্ভাব হয়?
৩.৬ সমসংকর জীব বা হোমোজাইগাস জীব কাকে বলে, একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও।
৩.৭ মেন্ডেল কেন তার পরীক্ষার জন্য মটর গাছকে নির্বাচন করেছিলেন?
৩.৮ মানুষের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা গুরুত্ব পূর্ণ কেন?
৩.৯ “ যোগ্যতমের উদবর্তন” মতবাদ টি ব্যাখ্যা করো।
৩.১০ ডারউইনবাদের ২টি ত্রুটি উল্লেখ করো।
৩.১১ উটের লোহিত রক্তকণিকার বৈশিষ্ট্য লেখো।
৩.১২ নাইট্রোজেন চক্রের তাৎপর্য লেখো।
৩.১৩ ক্যানসার রোগ কীভাবে চিহ্নিত করা হয়? এই রোগের ১টি চিকিৎসা পদ্ধতি লেখো।
৩.১৪ রেসারপিন কোথাথেকে পাওয়া যায়? ডাটুরিন কী কাজে ব্যবহার করা হয়?
৩.১৫ ইন সিটু সংরক্ষণ কাকে বলে ? এই প্রকার সংরক্ষণ ব্যাবস্থার একটি উদাহরণ লেখো।
৩.১৬ মাইক্রোপ্রোপাগেশন কাকে বলে?
৩.১৭ জনুক্রম কী?
Class-Ten(X) || Mock Test || Life Science || WBBSE
বিভাগ-“ঘ” (দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন)
৪. নীচের ৬টি প্রশ্ন বা তার বিকল্প প্রশ্নের উত্তর লিখতে হবে। দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশিকা “ঘ” বিভাগের ৪.১ A প্রশ্নের পরিবর্তে ৪.১ B প্রশ্নের উত্তর করতে হবে (প্রতিটি প্রশ্নের মান ৫) ৫×৬=৩০
৪.১ A. একটি আদর্শ নিউরোনের পরিষ্কার চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশ গুলি চিহ্নিত করো।
ক) আক্সন খ) ডেনড্রন গ) মায়োলিন আবরনী ঘ) সোয়ান কোশ ৩+২=৫
অথবা,
একটি উদ্ভিদ কোশ বা প্রাণী কোশের মাইটোসিস কোশ বিভাজনের মেটাফেজ এবং অ্যানাফেজ দশার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো।
ক) ক্রোমোজোম খ) বেমতন্তু গ) মেরুঅঞ্চল ঘ) সেন্ট্রোমিয়ার ৩+২=৫
৪.১ B. মাইটোসিস ও মিয়োসিসের মধ্যে ৩টি পার্থক্য লেখো। মিয়োসিস কে কেনো হ্রাস বিভাজন বলা হয়? ৩+২=৫
অথবা,
অযৌন জনন এবং যৌন জননের মধ্যে ৩টি পার্থক্য লেখো। কৃত্রিম অঙ্গজ জননের ২টি পদ্ধতি লেখো। ৩+২=৫
৪.২ বৃদ্ধি কাকে বলে? বৃদ্ধির সঙ্গে বিকাশের সম্পর্ক কী? ২+৩=৫
অথবা,
পরাগযোগ কাকে বলে? স্বপরাগযোগ এবং ইতোর পরাগযোগের সুবিধা ও অসুবিধা গুলি বর্ণনা করো। ২+৩=৫
৪.৩ একটি বিশুদ্ধ লম্বা লাল (TTRR) ফুল গাছের সাথে একটি বিশুদ্ধ বেঁটে সাদা (ttrr) ফুল গাছের মধ্যে পরাগযোগ ঘটানোর পরে F1 জনুতে সব গাছ সংকর লম্বা লাল (TtRr) রঙের জন্মায়, যদি এই সংকর লম্বা লাল ফুল গাছ গুলির মধ্যে স্বপরাগযোগ ঘটানো হয়, তবে দ্বিতীয় (F2) জনুতে কত রকমের উদ্ভিদ জন্মাবে? তা চেকার বোর্ডের সাহায্যে দেখাও। ৫
অথবা,
প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কাকে বলে? ফিনোটাইপ ও জিনোটাইপ ব্যাপারটি উদাহরণ সহ বোঝাও। ২+৩=৫
৪.৪ সমসংস্থ ও সমবৃত্তীয় অঙ্গ কীভাবে সৃষ্টি হয়াছে? মাছ এবং পায়রার ক্ষেত্রে কী কী অভিযোজন গত বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, তা সংক্ষিপ্ত আকারে লেখো। ২+৩=৫
অথবা,
অভিব্যাক্তি বা বিবর্তনের মুখ্য ঘটনা গুলি একটি পর্যায় চিত্রের মাধ্যমে দেখাও। ৫
৪.৫ ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধির ফলে কী কী ধরনের সমস্যা দেখা যায়, তা সংক্ষিপ্ত আকারে আলোচনা করো? ৫
অথবা,
খাদ্য উৎপাদন, বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় জীববৈচিত্রের গুরুত্ব আলোচনা করো? জীববৈচিত্র্য সংরক্ষণে JFM এর ভূমিকা লেখো? ৩+২=৫
৪.৬ কোন অঞ্চলকে হটস্পট হিসাবে চিহ্নিত করার সর্তগুলি কী কী? বিয়োস্ফিয়ার রিজার্ভ কাকে বলে উদাহরণ সহ লেখো? ৩+২=৫
অথবা,
নাইট্রোজেন চক্রের তাৎপর্য লেখ। নাইট্রোজেন চক্রের উপর মানুষের ক্রিয়াকলাপ এর সংক্ষিপ্ত বিবরণ দাও। ৩+২=৫
No comments