Class-Ten(X) || Mock Test || Life Science
Class-Ten(X) || Mock Test || Life Science || WBBSE
Test Code- Cls-X/ Control and Coordination/MT1
Chapter- Control and Coordination in Living Organisms (Plant’s Movement & Plant’s Hormones)
Marks-60 Time-2Hrs.
Class-Ten(X) || Mock Test || Life Science || WBBSE
1.
এক কথায়
উত্তর লেখ। 15×1
১) সংবেদনশীলতা কাকে বলে? ২) লজ্জাবতীর পাতা স্পর্শ করা মাত্র পাতার ____ কমে যাওয়ার কারণে পত্রকগুলি নুয়ে পড়ে। ৩) গমনে সক্ষম এমন দুটি উদ্ভিদের নাম লেখো। ৪) ট্যাকটিক চলন কাকে বলে? ৫) “আলোক উৎসের দিকে উদ্ভিদের সামগ্রিক চলন”- এমন একটি উদাহরণ লেখো। ৬) সিসমোন্যাসটিক চলন দেখা যায় এমন একটি গাছের নাম লেখো। ৭) উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ হয় ___ হরমোনের দ্বারা। ৮) একটি গ্যাসীয় হরমোনের নাম লেখো। ৯) পারথেনোকারপি কাকে বলে? ১০) উদ্ভিদের বার্ধক্য রোধ করে কোন হরমোন? ১১অক্সিন হরমোনের রাসায়নিক নাম কী? ১২) বীজের সুপ্ত অবস্থা ভাঙাতে সক্ষম কোন হরমোন? ১৩) বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে ____ হরমোন। ১৪) পদ্ম ফুল দিনে ফোটে, রাতে মুদে যায়। এটি কী প্রকারের চলন? ১৫) কোশ বিভাজনে সাহায্য করে এমন একটি উদ্ভিদ হরমোনের নাম লেখো।
Class-Ten(X) || Mock Test || Life Science || WBBSE
2.
নীচের প্রশ্নগুলির উত্তর
লেখো।
10×2
১) বক্র চলন কাকে বলে? ২)উদ্ভিদদেহে সাইটোকাইনিন হরমোনের ২টি ভূমিকা লেখো। ৩) সংশ্লেষিত হরমোন কাকে বলে? উদাহরণ দাও.৪) জিব্বেরেলিন হরমোনের ২টি ভূমিকা লেখো।৫) উদ্ভিদ হরমোনের ২টি বৈশিষ্ট্য লেখো। ৬) থার্মোন্যাস্টিক চলন কাকে বলে? উদাহরণ দাও। ৭) জিব্বেরেলিন কী ভাবে বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করে? ৮) জিব্বেরেলিন হরমোনের রাসায়নিক উপাদান গুলি লেখো। ৯) সাইটোকাইনিন হরমোনের রাসায়নিক উপাদান গুলি লেখো। ১০)
অক্সিন হরমোনের রাসায়নিক উপাদান গুলি লেখো।
Class-Ten(X) || Mock Test || Life Science || WBBSE
3. নীচের প্রশ্নগুলির উত্তর লেখ।
5×5
১) ট্রপিক চলন কাকে বলে? একটি উদাহরণ দ্বারা ফোটোট্রপিক চলন বুঝিয়ে লেখো। ফোটোন্যাস্টিক চলনের সাথে ফোটোট্রপিক চলনের পার্থক্য কী? 1+3+1
২ কৃত্রিম হরমোন কাকে বলে? উদাহরণ দাও? এই প্রকার হরমোনের ৪টি ব্যবহারিক প্রয়োগ লেখো। 1+4
৩) অক্সিন, জিব্বেরেলিন এবং সাইটোকাইনিন হরমোনের পার্থক্য লেখো। 5
৪) ট্যাকটিক, ট্রপিক এবং ন্যাস্টিক চলনের পার্থক্য লেখো। 5
৫) হরমোন এর সংজ্ঞা লেখো। হরমোন এবং উৎসেচক এর মধ্যে ৩টি পার্থক্য লেখো। 2+3
No comments