Class-Ten(X) || Mock Test || Life Science || WBBSE

Class-Ten(X) || Mock Test || Life Science || WBBSE

Test Code- Cls-X/Evolution and Adaptation/MT1

Chapter- Evolution and Adaptation

Marks- 45                          Time- 1:30Hrs.
Class-Ten(X) || Mock Test || Life Science || WBBSE

. এক কথায় উত্তর লেখো 15×1
. জীবনের জৈব রাসায়নিক তত্ত্বের প্রবক্তা কে? . জীবনের রাসায়নিক তত্ত্ব অনুজায়ি সর্বপ্রথম সরল যৌগ রূপে, হাইড্রোকার্বন এর উৎপত্তি হয়েছিলো- সত্য/মিথ্যা . কোয়াসারভেট কী? . প্রোটোসেল কাকে বলে? .অর্জিত বৈশিষ্টের উত্তরাধিকার সূত্রমতবাদ টি কে  প্রবর্তন করেছিলেন? . ল্যামাক, অভিব্যক্তি সংক্রান্ত মতবাদ কোন গ্রন্থে প্রকাশ করেছিলেন? . ডারউইন তাঁর অভিব্যক্তি সংক্রান্ত মতবাদ কোন গ্রন্থে প্রকাশ করেছিলেন? . আধুনিক ঘোড়ার পূর্বপুরুষ ছিল_____ . তিমির ফ্লিপার, মানুষের হাত, ঘোড়ার অগ্রপদ গঠন গত ভাবে একই প্রকার অঙ্গ- সত্য/ মিথ্যা। ১০. পতঙ্গের ডানা, বাদুড়ের ডানা, পাখির ডানা কার্জ গত দিক দিয়ে একই প্রকার অঙ্গ- সত্য/ মিথ্যা। ১১. আভিসারী অভিব্যক্তির ফলে সমবৃত্তীয় অঙ্গ গঠিত হয়- সত্য/ মিথ্যা। ১২. মটর গাছ এবং ঝুমকোলতা গাছের আকর্ষ সমবৃত্তীয় অঙ্গ- সত্য/ মিথ্যা। ১৩. মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে মাছের হৃদপিণ্ড সবথেকে উন্নত- সত্য/ মিথ্যা। ১৪. তুলনামূলক ভ্রুনতত্ত্ব অনুযায়ী  পাখির এবং মানুষের ভ্রূণের সাদৃশ্য দ্যাখা যায়- সত্য/ মিথ্যা। ১৫. উদ্ভিদের ২টি সমসংস্থ অঙ্গের উদাহরণ লেখো।
Class-Ten(X) || Mock Test || Life Science || WBBSE

. নীচের প্রশ্নগুলির উত্তর লেখো 6  5
. আদি পূর্বপুরুষ থেকে আধুনিক ঘোড়ার বিবর্তনে, ঘোড়ার পায়ের আঙুলের কী পরিবর্তন হয়েছে? মানুষের ২টি নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো। +
. আভিযোজন অভিব্যক্তি কাকে বলে? অভিব্যক্তির আগে ঘটে আভিযোজন - মন্তব্যটি নিজের ভাষায় বুঝিয়ে লেখো +
ডারউইন এর ত্রুটি গুলি লেখো। নয়া ডারউইনবাদ কী? +
. শুষ্ক অঞ্চলে বেঁচে থাকার জন্য ক্যাকটাস জাতীয় উদ্ভিদে কী প্রকার আভিযোজন দ্যাখা যায়? উদ্ভিদের ২টি নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো। +
. মরু অঞ্চলে জীবন ধারণের জন্য উটের কী প্রকার শারীরবৃত্তীয় অভিযোজন দ্যাখা যায়? পরিবেশের সাথে মানিয়েনেবার জন্য শারীরবৃত্তীয় অভিযোজন দ্যাখা যায় এমন একটি উদ্ভিদের নাম লেখো। +
. শিম্পাঞ্জিদের কী কী আচরণ গত অভিযোজন দ্যাখা যায় ? ল্যামাকের মতবাদের ত্রুটি গুলি লেখো? +
Class-Ten(X) || Mock Test || Life Science || WBBSE

দশম শ্রেণির সমস্ত অধ্যায়ের প্রশ্ন এখানে দেখো। HERE


Class-Ten(X) || Mock Test || Life Science || WBBSE

No comments

Powered by Blogger.