Class-Ten(X) || Mock Test || Life Science || WBBSE

Class-Ten(X) || Mock Test || Life Science || WBBSE

Test Code-Cls-X/ Control and Coordination/MT3 

Chapter- Control and Coordination in Living Organisms (Nervous System and Locomotion)


Marks- 60                       Time- 2Hrs.


Class-Ten(X) || Mock Test || Life Science || WBBSE

. এক কথায় উত্তর লেখো 25×1
) স্নায়ুতন্ত্র মানব দেহে ___ সমন্বয় সাধন করে? ) স্নায়ুতন্ত্র কাকে বলে? ) স্নায়ু তন্ত্রের একক কী? ) নিউরোগ্লিয়া কী? ৫) আজ্ঞাবহ বা চেস্টীয় স্নায়ুতন্ত্রের কাজ কী? ৬) মিশ্র স্নায়ু কাকে বলে? ৭) গ্যাংলিয়ন বা স্নায়ুগ্রন্থির কাজ কী? ৮) স্নায়ুতন্ত্রের কোথায়,স্নায়ু সন্নিধি বা স্যাইন্যাপ্স অবস্থান করে? ৯) মানব দেহে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কী কী নিয়ে গঠিত ? ১০) CSF এর সম্পূর্ণ নাম কী? ১১) প্রতিবরত পথ কাকে বলে? ১২) আমাদের চোখে ধূলো পড়লে, চোখ বন্ধ হয়ে যায়। এটি কী ধরনের প্রতিবরত ক্রিয়া? ১৩) বেশি আলোতে কোন বস্তুকে দেখতে সাহায্য করে___ কোশ। ১৪) মানুষের চোখের লেন্সের সাহায্যে আলোকরশ্মির প্রতিফলন ঘটে- সত্য/মিথ্যা। ১৫) চোখের পীতবিন্দু কাকে বলে? ১৬) যখন দুটি চোখ দিয়ে দুটি প্রতিবিম্ব আলাদা ভাবে অনুভব হয়, তাকে দ্বিনেত্র দৃষ্টি বলে- সত্য/মিথ্যা। ১৭) চোখের লেন্স কে যথাক্রমে পুরু এবং পাতলা করে কোন পেশি? ১৮) মায়োপিয়া রোগে ___ দৃষ্টি ব্যাহত হয়। ১৯) মানুষের গমন পদ্ধতিকে ____ গমন বলা হয়। ২০) অ্যামিবার গমন অঙ্গের নাম কী? ২১) মানুষের অস্থি সন্ধি স্থানে সাইনোভিয়াল তরল কী ভূমিকা পালন করে? ২২) মানুষের একটি কবজা বা কপট অস্থি সন্ধির উদাহরণ লেখো? ২২) কাঁধের অস্থি সন্ধি একটি বল ও সকেট সন্ধি- সত্য/ মিথ্যা। ২৩) মানুষের ফ্লেক্সন ক্রিয়ায় সাহায্য করে কোন পেশি? ২৪) ভাঁজ করা হাত সোজা করতে সাহায্য করে কোন পেশি? ২৫) মানুষের গমন কালে দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে গুরু মস্তিষ্ক- সত্য/ মিথ্যা।
 

Class-Ten(X) || Mock Test || Life Science || WBBSE

২. নীচের প্রশ্নগুলির উত্তর লেখো 6 ×5
. মানুষের গমনে কঙ্কাল সংলগ্ন পেশিগুলির ভূমিকা লেখো।
. মাছের দেহে কত প্রকার পাখনা কতো জোড়ায় থাকে? এবং মাছের গমনে এদের ভূমিকা কী? +  
. এক নেত্র দৃষ্টি এবং দ্বি নেত্র দৃষ্টির মধ্যে পার্থক্য লেখো। তোমার এক বন্ধুর বই পড়তে অসুবিধা হচ্ছে, সে কী ধরনের চশমা ব্যবহার করলে, তাঁর এই দৃষ্টি ত্রুটি সংশোধন হবে+
. উপযোজন কাকে বলে? প্রতিদিনের জীবনে উপযোজনের গুরুত্ব আলোচনা করো। +
. জন্মগত এবং অর্জিত প্রতিবরত ক্রিয়া কাকে বলে? প্রতিদিনের জীবনে প্রতিবরত ক্রিয়ার গুরুত্ব আলোচনা করো। +
. হরমোন এবং স্নায়ুতন্ত্রের মধ্যে ৩টি পার্থক্য লেখো। অ্যাক্সন ডেন্ড্রন এর মধ্যে গঠন এবং কাজ গত ২টি পার্থক্য লেখো। +

Class-Ten(X) || Mock Test || Life Science || WBBSE

. নীচের প্রশ্নগুলির উত্তর লেখো 5× 1
. একটি স্নায়ু কোশের চিহ্ণিত চিত্র অঙ্কন করো
                             অথবা,
মানব চক্ষুর লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র অঙ্কন করো

Class-Ten(X) || Mock Test || Life Science || WBBSE

এখানে দেখো ⇒Mock Test হরমোন 

Class-Ten(X) || Mock Test || Life Science || WBBSE

No comments

Powered by Blogger.