Class-Ten(X) || Mock Test || Life Science
Class-Ten(X) || Mock Test || Life Science || WBBSE
Test Code- Cls-x/ENV/MT2
Chapter- Environment,
its Resources & Their Conservation (Environment and Human Population, Biodiversity
and its Conservation
Marks- 40 Time- 80min
1.
এক কথায়
উত্তর লেখ। (যেকোনো
১০ টি) 10×1
১) পপুলেশন বা জনসংখ্যা কাকে বলে? ২) পপুলেশনের মর্টালিটি কাকে বলে? ৩) জল বাহিত ২টি রোগের নাম লেখো? ৪) কোন প্রকারের টিউমার থেকে ক্যানসারের সূচনা হয়? ৫) অঙ্কোজিন কাকে বলে? ৬) “জীববৈচিত্র্য” শব্দটির প্রবক্তা কে ছিলেন? ৭) ক্যানসারের ২টি চিকিৎসা পদ্ধতির নাম লেখো? ৮) প্রকৃতির বৃক্ক কাকে বলে? ৯) একটি টাইগার প্রোজেক্ট স্থানের নাম লেখো? ১০) ভারতের ২টি বিপন্ন উদ্ভিদ প্রজাতির নাম লেখো? ১১) পশ্চিমবঙ্গের জলদাপাড়ায় কোন বন্যপ্রানী সংরক্ষণ করা হয়?
Class-Ten(X) || Mock Test || Life Science
2. নীচের প্রশ্নগুলির উত্তর লেখ। (যেকোনো ১০ টি) 10×2
১) বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির ৪টি গুরুত্বপূর্ণ কারণ লেখো? ২) ক্যানসার রোগ সৃষ্টিকারী ৪টি দূষক পদার্থের নাম লেখো? ৩) জীববৈচিত্র্য কাকে বলে উদাহরণ সহ লেখো? ৪) হটস্পট কাকে বলে? ভারতবর্ষের হটস্পট গুলির নাম লেখো? ৫) ইন- সিটু সংরক্ষণ কাকে বলে উদাহরণ সহ লেখো? ৬) এক্স- সিটু সংরক্ষণ কাকে বলে উদাহরণ সহ লেখো? ৭) ক্রায়ো সংরক্ষণ কাকে বলে? এই সংরক্ষণ ব্যাবস্থায় সংরক্ষক হিসাবে কী ব্যবহার করা হয়? ৮) অভয়ারণ্য কাকে বলে? পশ্চিমবঙ্গে অবস্থিত একটি অভয়ারণ্যের নাম লেখো? ৯) WWF এবং UNESCO এর সম্পূর্ণ নাম কী? ১০) বিয়োস্ফিয়ার রিজার্ভ কাকে বলে উদাহরণ সহ লেখো? ১১) ভারতবর্ষে আবস্থিত জাতীয় উদ্যান এবং সংরক্ষিত বনাঞ্ছালের ২টি করে উদাহরণ লেখো? ১২) রেসারপিন এবং কুইনাইন কোন উদ্ভিদ থেকে পাওয়া যায়?
Class-Ten(X) || Mock Test || Life Science
3. নীচের প্রশ্নগুলির উত্তর লেখ। (যেকোনো ২টি) 5×2
১) ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধির ফলে কী কী ধরনের সমস্যা দেখা যায়, তা সংক্ষিপ্ত আকারে আলোচনা করো?
২) খাদ্য উৎপাদন, ওষুধ প্রস্তুতি এবং বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় জীববৈচিত্রের গুরুত্ব আলোচনা করো?
৩) কোন অঞ্চলকে হটস্পট হিসাবে চিহ্নিত করার সর্তগুলি কী কী? ভারতবর্ষের হটস্পট গুলির ভৌগলিক সীমা উল্লেখ করো?
৪) জীববৈচিত্র্য সংরক্ষণে JFM এবং PBR এর ভূমিকা লেখো?
Class-Ten(X) || Mock Test || Life Science
No comments