Class-Nine(IX) || Mock Test || Life Science || WBBSE
Class-Nine(IX) || Mock Test || Life Science || WBBSE
Test Code- cls-IX/PP of Life (Nutrition)/MT1
Chapter- Physiological Processes of Life (Nutrition)
Marks- 40 Time- 80min
1.
এক কথায় উত্তর লেখ।
(যেকোনো ১০ টি)
10×1
১) মানুষের স্বাদ ইন্দ্রিয়ের নাম কী? ২) পৌষ্টিক তন্ত্র কাকে বলে? ৩) একজন প্রাপ্ত বয়স্ক এবং সুস্থ মানুষের দৈনিক কত কিলো ক্যালোরি শক্তির প্রয়োজন হয়? ৪) খাদ্য কাকে বলে? ৫) স্কার্ভি রোগ প্রতিরোধ করতে সাহায্য করে কোন খাদ্য উপাদান? ৬) শুধুমাত্র সংশ্লেষ এবং আত্তীকরণের মাধ্যমে পুষ্টি সম্পন্ন করে কোন জীবগোষ্ঠী? ৭) মিথোজীবী পুষ্টি সম্পন্নকারী ১টি উদ্ভিদ এবং ১টি প্রাণীর উদাহরণ দাও? ৮) মানুষের সবথেকে বড় পৌষ্টিক গ্রন্থির নাম কী? ৯) যকৃতের কোন কোশ রোগজীবাণু ধ্বংস করে? ১০) পিত্ত কোথা থেকে নির্গত হয়? ১১) পাকস্থলী থেকে কোন অ্যাসিড ক্ষরিত হয়?
Class-Nine(IX) || Mock Test || Life Science || WBBSE
2. নীচের প্রশ্নগুলির উত্তর লেখ। (যেকোনো ১০ টি) 10×2
১) পুষ্টি কাকে বলে ? প্রাণীদের কেন সঠিক পুষ্টি প্রয়োজন? ২) হলোজোয়িক পুষ্টি কাকে বলে? এই প্রকার পুষ্টি কতগুলি ধাপে সম্পন্ন হয়? ৩) মানুষের স্থায়ী দন্ত সূত্রটি লেখ? ৪) পেরিস্টলসিস কাকে বলে? ৫) আন্ত্রিক গ্রন্থি কোথায় অবস্থান করে? পেপসিন উৎসেচক কোথাথেকে নিঃসৃত হয়? ৬) পরিপাককারী উৎসেচক বা পাচক উৎসেচক কাকে বলে? কাজ অনুযায়ী পরিপাককারী উৎসেচককে কী কী ভাগে ভাগ করা হয়াছে? ৭) টায়ালিন উৎসেচক কোথা থেকে নিঃসৃত হয়? পেপসিন উৎসেচক কোন প্রকার সাবসট্ট্রেট এর ওপর কাজ করে? ৮) পিত্তে অবস্থিত পিত্তলবন কোন প্রকার খাদ্য পরিপাকে সাহায্য করে? সেদ্ধ শ্বেতসার কে মলটোজে পরিণত করে কোন উৎসেচক? ৯) খাদ্যের যান্ত্রিক পরিপাক কাকে বলে? এই কাজ টি পৌষ্টিক নালির কোন স্থানে সম্পন্ন হয়? ১০) ক্ষুদ্রান্ত্র এবং বৃহদন্ত্র কী কী অংশ নিয়ে গঠিত? ১১) লাইপোলাইটিক উৎসেচক ফ্যাট জাতীয় খাদ্যের সাথে ক্রিয়া করে কী উৎপন্ন করে? ট্রিপসিন কী প্রকার উৎসেচক?
Class-Nine(IX) || Mock Test || Life Science || WBBSE
3. নীচের প্রশ্নগুলির উত্তর লেখ। (যেকোনো ২টি) 5×2
১) শর্করাভঙ্গক বা অ্যামাইলোলাইটিক, প্রোটিনভঙ্গক বা প্রোটিওলাইটিক এবং ফ্যাটভঙ্গক বা লাইপোলাইটিক উৎসেচকের মধ্যে তুলনামূলক আলোচনা করো?
২) স্বভোজী ও পরভজী পুষ্টির মধ্যে পার্থক্য লেখ?
৩) উদ্ভিদ এবং প্রাণীদের মধ্যে কত প্রকারের পুষ্টি দেখা যায়? ২টি করে উদাহরণ সহ প্রতি প্রকার পুষ্টির নাম লেখ।
No comments