Class-Ten(X) || Mock Test || Life Science || WBBSE

Class-Ten(X) || Mock Test || Life Science || WBBSE
Test Code- cls-X/FULL/MT2

Chapter- ALLMarks-90                               Time- 3:15Hrs. 


Class-Ten(X) || Mock Test || Life Science || WBBSE
                                              বিভাগ- “” (বহু বিকল্পীয় প্রশ্ন)
                                                    [সমস্ত প্রশ্নের উত্তর করা আবশ্যিক]
. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো (প্রতিটি প্রশ্নের মান )

. জগদীশচন্দ্র বসু ব্যবহৃত উদ্ভিদের চলন পরিমাপক যন্ত্রটির নাম-
A) সিসমোগ্রাফ B) থারমোগ্রাফ  C) ক্রেস্কোগ্রাফ  D) সেন্টিগ্রাফ

. নিম্নলিখিত হরমোন গুলির মধ্যে কোনটি একটি ট্রপিক হরমোন-
A) থাইরোট্রপিন  B) টেস্টোস্টেরন C) ইস্টোজেন D) কোনটিই নয়

. প্রতিবিম্ব গঠিত হয় চোখের কোন স্থানে?
A) অচ্ছোদপটলে B) কোরয়েডে C) রেটিনায় D) লেন্সে

. মানুষের দেহকোষে অবস্থিত ক্রোমোজোম সংখ্যা, জননকোষে অবস্থিত ক্রোমোজোম সংখ্যার-
A) দ্বিগুণ B) অর্ধেক C) সমান D) তিনগুন

. সপুষ্পক উদ্ভিদের প্রধান জনন অঙ্গ হল-
A) ফল B) ফুল C) মূল D) কাণ্ড

. মাইটোসিস কোশ বিভাজনের কোন দশায় ভগিনি সদৃশ ক্রোমাটিড গুলি বিচ্ছিন্ন হয়-
A) মেটাফেজ B) ইন্টারফেজ C) আ্যানাফেজ D) টেলোফেজ

. দুটি সংকর লম্বা উদ্ভিদের মধ্যে সংকরায়ন ঘটালে জনুতে কয়প্রকার জিনোটাইপ যুক্ত উদ্ভিদ পাওয়া যাবে?
A) এক প্রকার B) দুই প্রকার C) তিন প্রকার D) চার প্রকার

. থ্যালাসেমিয়া সম্বন্ধে কোন তত্ত্বটি সঠিক নয়?
A) এটি বংশগত রোগ B) এটি অটোজোমাল রোগ C) এই রোগে হিমোগ্লোবিনে ত্রুটি দেখা দেয় D) এটি সেক্স ক্রমোজোমাল রোগ

. নীছের কোনটি শুক্রাণুকে সূচিত করে না-
A) 22A+X B) 22A+Y C) n D) 44A+XY

.১০ ব্যাবহার ব্যাবহার ধারণা প্রবর্তন করেন-
A) ল্যামাক B) হুগো দ্য ভ্রিস C) ডারউইন D) ওপারিন

.১১ উভচরের হৃদপিণ্ডের প্রকোষ্ঠ সংখ্যা হল-
A) 1টি B) 2টি C) 3টি D) 4টি

.১২ প্রথম আধুনিক ঘোড়ার নাম হল-
A) ইকুয়াস B) ইওহিপ্পাস C) মেরিচিপ্পাস D) কোনটি নয়

.১৩ নাইট্রোজেন চক্রের সঙ্গে সম্পর্কযুক্ত নয়-
A) আ্যামোনিফিকেশন B) নাইট্রিফিকেশন C) ডিনাইট্রিফিকেশন D) ইউট্রোফিকেশন

.১৪ জীব বৈচিত্রের তথ্য ভাণ্ডার হল-
A) JFM B) PBR C) FPO D) IUCN

.১৫ ইন- সিটু সংরক্ষণের একটি উদাহরণ হল-

A) চিড়িয়াখানা B) ব্যোটানিক্যাল গার্ডেন C) অভয়ারণ্য D) জামপ্লাজম সংরক্ষণ

Class-Ten(X) || Mock Test || Life Science || wbbse
Class-Ten(X) || Mock Test || Life Science || WBBSE
                                   বিভাগ- “” ( অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন )
. নীচের ২৬টি প্রশ্ন থেকে যেকোনো ২১টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো ( প্রতিটি প্রশ্নের মান )
নীচের বাক্যগুলির শূন্যস্থান গুলিতে উপযুক্ত শব্দ বসাও ( যে -কোনো পাঁচটি)   ×=

. স্নায়ুতন্ত্রের গঠনগত একক হল___

. প্রভু গ্রন্থির প্রভু বলা হয়___ গ্রন্থি কে।

. জীবনের ২মাস থেকে ১০ বছর সময়কালকে___ বলে।

. মেণ্ডেলবাদের একটি বিচ্যুতি হল_____

. ঘোড়ার অগ্রপদ বিড়ালের অগ্রপদ____ অঙ্গের উদাহরণ।

. _____ গ্যাসটি অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী

নীচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো ( যেকোনো পাঁচটি)    ×=

. একটি গ্রিনহাঊস গ্যাস হল CO2

. অভিব্যক্তি ঘটার অন্যতম কারণ হল অভিযোজন

. ক্রোমোজোম বা DNA এর গঠনগত বা সংখ্যাগত স্থায়ী পরিবর্তনই হল পরিব্যক্তি বা Mutation.

.১০ নিউক্লিয়াস বিভাজন পদ্ধতিকে সাইটোকাইনেসিস বলে।

.১১ একটি মিশ্র স্নায়ুর নাম ভেগাস।


.১২ পাথরকুচির পাতা অস্থানিক মুকুল তৈরির মাধ্যমে জনন সম্পন্ন করে।
Class-Ten(X) || Mock Test || Life Science || wbbse
Class-Ten(X) || Mock Test || Life Science || WBBSE
A স্তম্ভের দেওয়া শব্দের সাথে B স্তম্ভের দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতাবিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখ সহ সঠিক জোড়টি পুনরায় লেখো ( যে কোন পাঁচটি)       ×=

                Aস্তম্ভ                       
   Bস্তম্ভ                                      
.১৩ ফ্ল্যাজেলা
.১৪ ইউক্রোমাটিন
.১৫ মিয়োসিস
.১৬ F2- ফিনোটাইপ 1:2:1
.১৭ ক্যাকটাসের পর্ণ কাণ্ড
.১৮ ডিনাইট্রিফিকেশান

. গ্যামেট উৎপাদন
. অসম্পূর্ণ প্রকটতা
. অভিযোজন
. সিউডোমোনাস
. অভিব্যক্তি
. সক্রিয় জিন
. এক সংকর জনন
. ইউগ্লিনা

একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও ( যেকোনো ছয়টি)     ×=

.১৯ পশ্চিমবঙ্গে অবস্থিত একটি টাইগার প্রোজেক্ট এর নাম লেখো।

.২০ অ্যারোসল কী?

.২১ শ্বাসমূল দেখা যায় এমন একটি উদ্ভিদের নাম লেখো।

.২২ রুই মাছকে ভাসতে ডুবতে সাহায্য করে কোন অঙ্গ?

.২৩ একটি শুক্রাণু 22A+Y  হলে, ডিম্বাণুর নিষেকের পর ভ্রূণের লিঙ্গ কী হবে?

.২৪ একটি “BB” জিনোটাইপ যুক্ত বিশুদ্ধ কালো গিনিপিগ এবং “Bb”  জিনোটাইপ যুক্ত সংকর কালো গিনিপিগের প্রজননে F1 জনুতে কালো সাদা গিনিপিগের ফিনোটাইপ অনুপাত কী হবে?

.২৫ ক্রোমোজোমের কোন অংশ বেমতন্তুতে আবদ্ধ হয়?


.২৬ পশ্চাৎ পিটুইটারি নিঃসৃত একটি হরমোনের নাম লেখো।
Class-Ten(X) || Mock Test || Life Science || wbbse
Class-Ten(X) || Mock Test || Life Science || WBBSE
                                                 বিভাগ- “” (সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন)
. নীচের ১৭টি প্রশ্ন থেকে যে কোনো ১২টি প্রশ্নের উত্তর দুই-তিন বাক্যে লেখো (প্রতিটি প্রশ্নের মান ) ×১২

. স্নায়ু হরমোনের একটি সাদৃশ্য এবং একটি বৈসাদৃশ্য লেখো।

. ডায়াবেটিস ইনসিপিডাস ডায়াবেটিস মেলিটাসের পার্থক্য কী?

. স্নায়ুকোষ স্নায়ুর সম্পর্ক নির্ণয় করো।

. মাইটোসিস মিয়োসিসের সম্পাদন স্থান বিভাজন অনুযায়ী পার্থক্য সূচিত করো।

. কোশ বিভাজনের পূর্বে ইনটারফেজ কেন প্রয়োজন?

. বৃদ্ধি বিকাশের পার্থক্য লেখো।

. ইতর পরাগযোগের সময় স্বপরাগযোগ রোধে তুমি কি ব্যবস্থা নেবে?

. নিষ্ক্রিয় অঙ্গ বা লুপ্তপ্রায় অঙ্গের সঙ্গে, অভিব্যক্তির কী সম্পর্ক আছে বলে তোমার মনে হয়?

. পরিবেশে নাইট্রোজেন চক্রের গুরুত্ব কী?

.১০ কারসিনোজেন কী তা উদাহরণসহ লেখো।

.১১ জীববৈচিত্র্য হ্রাসের ২টি কারণ লেখো।

.১২ ভারতে কুমির রেড পাণ্ডা সংরক্ষণের ২টি স্থানের নাম লেখো।

.১৩অর্জিত বৈশিষ্টের বংশানুসরনবলতে কী বোঝ?

.১৪ বর্ণান্ধতা রোগের কারণ কী? প্রটোনোপিয়া কী?

.১৫ একটি প্রাকৃতিক একটি কৃত্রিম অঙ্গজ জননের উদাহরণ লেখো।

.১৬ উপযোজন বলতে কী বোঝ ব্যাখ্যা করো।

.১৭ জীবের সংবেদনশীলতার কারণ কী
Class-Ten(X) || Mock Test || Life Science || wbbse
Class-Ten(X) || Mock Test || Life Science || WBBSE
                                        বিভাগ-“” (দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন)
. নীচের ৬টি প্রশ্ন বা তার বিকল্প প্রশ্নের উত্তর লিখতে হবে (প্রতিটি প্রশ্নের মান )   ×=৩০

. মানব চক্ষুর লম্বচ্ছেদর চিত্র অঙ্কন করো নিম্নলিখিত অংশ গুলি চিহ্নিত করো
() স্ক্লেরা () আইরিস () রেটিনা () লেন্স   +

             অথবা,

উদ্ভিদ প্রাণী কোশে সাইটোকাইনেসিস কীভাবে হয় তা অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশ গুলি চিহ্নিত করো
() অপত্য নিউক্লিয়াস () মাইক্রোটিউবিউল/ আনুনালিকা () কোশপাত/ খাঁজ () অপত্য কোশ  +

. একটি পরীক্ষার সাহায্যে জিওট্রপিক চলন বুঝিয়ে দাও। প্রাত্যহিক জীবনে প্রতিবরত ক্রিয়ার গুরুত্ব কী? +

              অথবা,

জীবের ক্ষেত্রে প্রজনন গুরুত্বপূর্ণ কেন? কোশ চক্রের গুরুত্ব কী? +

. মেন্ডেলের সাফল্য লাভের তিনটি কারণ বিবৃত করো। জেনেটিক কাউন্সেলিং-এর গুরুত্ব কী? +

              অথবা,

মেরুদণ্ডী প্রাণীর ভ্রুনগত সাদৃশ্য গুলি উল্লেখ করো। -এর থেকে কী জানা যায়? +

. জীবের অভিব্যক্তির মুখ্য ঘটনাবলির রেখাচিত্র অঙ্কন করো। অভিব্যক্তির গুরুত্ব সংক্ষেপে উল্লেখ করো।  +

               অথবা,

প্রকরণ বা Variation -এর কারণ লেখো উদাহরণ দাও। প্রকরনে বংশগত সঞ্চারণের গুরুত্ব কী+

. ইন-সিটু এক্স-সিটু সংরক্ষণের বৈশিষ্ট্য আলোচনা করো। ক্রায়োসংরক্ষণ কাকে বলে? +

                অথবা,

নাইট্রোজেন আবদ্ধকরণের পদ্ধতি গুলি আলোচনা করো। মানব ক্রিয়াকলাপে নাইট্রোজেন চক্র কীভাবে প্রভাবিত হয়? +

. ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধির সমস্যা গুলি সংক্ষেপে আলোচনা করো।

                 অথবা,

সুন্দরবনের পরিবেশগত সমস্যা গুলি সম্পর্কে সংক্ষেপে উল্লেখ করো। 
Class-Ten(X) || Mock Test || Life Science || WBBSE


দশম শ্রেণির জীবন বিজ্ঞান সমস্ত অধ্যায় এখানে দেখো HERE 

Class-Ten(X) || Mock Test || Life Science || wbbse
Class-Ten(X) || Mock Test || Life Science || WBBSE

➥ Quiz Set-1 | Life Science | Class-10 | WBBSE

No comments

Powered by Blogger.