Class-Ten(X) || Mock Test || Life Science || WBBSE

Class-Ten(X) || Mock Test || Life Science || WBBSE
Test Code- cls-X/FULL_45/MT1
Chapter- ALL
Marks-45                               Time- 1Hr.
WBBSE-class-10-ten-test-exam-madhyamik-exam-my-pathshala-online

Class-Ten(X) || Mock Test || Life Science || WBBSE
1. নীচের প্রশ্নগুলির উত্তর লেখ। 15*1
.আলোক উৎসের দিকে উদ্ভিদের সামগ্রিক চলন”- এমন একটি উদাহরণ লেখো . কোশ বিভাজনে সাহায্য করে এমন একটি উদ্ভিদ হরমোনের নাম লেখো . প্রভু গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ হয় কোন গ্রন্থির দ্বারা? . পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয়না কোন হরমোন- থাইরক্সিন/ অক্সিটোসিন/ থাইরোট্রপিন/ গনাডোট্রপিন হরমোন। . স্নায়ুতন্ত্র মানব দেহে ___ সমন্বয় সাধন করে? . মানুষের চোখের লেন্সের সাহায্যে আলোকরশ্মির প্রতিফলন ঘটে- সত্য/মিথ্যা . বেম তন্তু গঠিত হয় কোশ বিভাজনের কোন দশায়? . ফুলের পরাগধানী এবং ডিম্বাণুর মধ্যে কোন প্রকার কোশ বিভাজন সম্পন্ন হয়? . মেন্ডেলের দ্বিসংকর জননের F1 জনুর পরবর্তী পর্যায়ে সর্বমোট কতগুলি গ্যামেট পাওয়া যায়? ১০. পরিব্যক্তি বা Mutation কাকে বলে? ১১.অর্জিত বৈশিষ্টের উত্তরাধিকার সূত্রমতবাদ টি কে প্রবর্তন করেছিলেন? ১২. উদ্ভিদের ২টি সমসংস্থ অঙ্গের উদাহরণ লেখো ১৩. বাতাসে নাইট্রোজেনকে নাইট্রোজেন ঘটিত যৌগে রূপান্তরিত করতে পারে এমন ২টি স্বাধীনজীবী অণুজীবের নাম লেখ? ১৪. পশ্চিমবঙ্গের জলদাপাড়ায় কোন বন্যপ্রানী সংরক্ষণ করা হয়? ১৫. কুইনাইন কোন উদ্ভিদ থেকে পাওয়া যায়?
Class-Ten(X) || Mock Test || Life Science || WBBSE
2. নীচের প্রশ্নগুলির উত্তর লেখ। 5*2

.ইউট্রফিকেশন এবং শৈবাল ব্লুম কাকে বলে? . ভারতবর্ষে আবস্থিত জাতীয় উদ্যান এবং সংরক্ষিত বনাঞ্চালের ২টি করে উদাহরণ লেখো? . প্রকট প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কাকে বলে? . জিব্বেরেলিন হরমোনের রাসায়নিক উপাদান গুলি লেখো . সমসংস্থ ক্রোমোজোম কাকে বলে? নন-সিস্টার ক্রোমাটিড কাকে বলে?
Class-Ten(X) || Mock Test || Life Science || WBBSE
3. নীচের প্রশ্নগুলির উত্তর লেখ। 4*5
.স্যাট ক্রোমোজোম কাকে বলে? সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোজোমের শ্রেণীবিভাগ আলোচনা করো? +
.কৃত্রিম হরমোন কাকে বলে? উদাহরণ দাও? এই প্রকার হরমোনের ৪টি ব্যবহারিক প্রয়োগ লেখো 1+4
.কোন অঞ্চলকে হটস্পট হিসাবে চিহ্নিত করার সর্তগুলি কী কী? ভারতবর্ষের হটস্পট গুলির ভৌগলিক সীমা উল্লেখ করো? 2+3

.আভিযোজন অভিব্যক্তি কাকে বলে? অভিব্যক্তির আগে ঘটে আভিযোজন - মন্তব্যটি নিজের ভাষায় বুঝিয়ে লেখো +
Class-Ten(X) || Mock Test || Life Science || wbbse

Class-Ten(X) || Mock Test || Life Science || WBBSE

দশম শ্রেণির জীবন বিজ্ঞান সমস্ত অধ্যায় এখানে দেখো HERE

Class-Ten(X) || Mock Test || Life Science || WBBSE

No comments

Powered by Blogger.